তিনটি ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে শুক্রবার সকালে ঢাকায় আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। বিশেষ সূত্রে জানা গেছে ইংল্যান্ড ক্রিকেট দল দুই ভাগে বিভক্ত হয়ে ঢাকায় আসবে। প্রথম দল আসবে সকাল ৭টায় আর দ্বিতীয় দলটি সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এর একিদন পর শনিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে প্রথম অনুশীলন করবে জস বাটলারের দল।
২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সেখানে অনুশীলন করেছে বাংলাদেশ দল। প্রথম দিনের অনুশীলনে সাকিব আল হাসান বাকি ক্রিকেটারদের প্রায় সবাই উপস্থিত ছিলেন। ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর বারোটা থেকে।
টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে বেলা তিনটা থেকে। দ্বিপাক্ষিক এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে ইংল্যান্ড এবং বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের জন্য অবশ্য এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ। আগামী ১ মার্চ থেকে ওয়ানডে ও ৯ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ
১ মার্চ- প্রথম ওয়ানডে, মিরপুর, দুপুর বারোটায়
৩ মার্চ- দ্বিতীয় ওয়ানডে, মিরপুর, দুপুর বারোটায়
৬ মার্চ- তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম, দুপুর বারোটায়
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
৯ মার্চ- প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম, বেলা তিনটায়
১২ মার্চ- দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর, বেলা তিনটায়
১৪ মার্চ- তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর, বেলা তিনটায়
আপনার মতামত লিখুন :