লক্ষ্মীপুরে ৩ লাখ ৯২৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সোমবার (২০ ফেব্রুয়ারি) জেলার ১৪৮০ টি কেন্দ্রে একযোগে এ কর্মসূচি শুরু হবে। রোববার দুপুরে জেলা সিভিল সার্জন আহাম্মদ কবীর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, বছরে দু’বার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করা হয়। এবার জেলার ৩ লাখ ৯২৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১৪৮০ কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩৩ হাজার ৯৯ শিশুকে নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৬৭ হাজার ৮২৬ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ১ লাখ ১১ হাজার ৫০০, লক্ষ্মীপুর পৌরসভায় ২ হাজার ৩০০, রায়পুরে ৪৩ হাজার ২০৭, রামগঞ্জে ৪৪ হাজার ৭৭১, রামগতিতে ৪৭ হাজার ৫০০ ও কমলনগরে ১৭ হাজার ৩০০ শিশু এ ক্যাপসুল পাবে। ক্যাপসুল খাওয়ানোর কাজে ২২২ জন স্বাস্থ্য সহকারী, ২১৬ জন এফ ডব্লিউ এ সদস্য, ১৭০ জন সিএইচসিপি সদস্য, ২৯৬০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। ১৮৪ জন সুপারভাইজার এ ক্যাম্পইনের দায়িত্বে থাকবেন।
সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ কমায়, অন্ধত্ব দূর করে। এজন্য শিশুদেরকে বাড়ির পাশের কেন্দ্রে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। এজন্য লক্ষ্মীপুর পৌরসভাসহ ইউনিয়নভিত্তিক মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে।
আপনার মতামত লিখুন :