নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির পুনরায় সভাপতির দায়িত্ব পেয়েছেন মামুনুর রশিদ। এনিয়ে দ্বিতীয়বারের মতো তিনি সভাপতি নির্বাচিত হন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামুন সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান ও জেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মামুনুর রশিদ বলেন, প্রথম মেয়াদে ৩ বছর সফলতার সহিত দায়িত্ব পালন করেছি। এ মেয়াদেও সরকারি নির্দেশনা অনুাযায়ী সকল কার্যক্রম করা হবে। শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে কাজ করা হবে।
আপনার মতামত লিখুন :