• ঢাকা
  • বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৩
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২৩



রামগঞ্জে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

গ্রামীণ কণ্ঠ

রামগঞ্জ সংবাদদাতা: রামগঞ্জে ভাদুর ইউনিয়নের সমেষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতারানী পালের অবসর জনিত বিদায় সংবর্ধনা (শুক্রবার ) সকাল ১০টায় বিদ্যালয়ে ম্যানিজিং কমিটি ও শিক্ষকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি রহমত উল্যাহ পাটোয়ারীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সফিউল আযমের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এ কে এম নজির আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কারুল হাসান তুহিন, ম্যানিজিং কমিটির সহ সভাপতি হারুর অর রশিদ, দাতা সদস্য রুহুল আমিন মাষ্টার, হানুবাইশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলাইমান, সমেষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মফিজ উল্যাহ প্রমূখ।

বিদায়ী প্রধান শিক্ষক অত্র প্রতিষ্ঠানে দীর্ঘ ১৬ বছর যাবত সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সুন্দর ব্যবহার ও পাঠদানসহ বিদ্যালয়ের উন্নয়নে অন্তরিকতার সহিত দায়িত্ব পালনে ফলে উপস্থিত শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা ও এলাকাবাসীর মধ্যে বিদায় বেলায় আবেগময় হ্রদয় বিদায়ক পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুন