• ঢাকা
  • রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৩
আপডেট : ২৬ জানুয়ারি, ২০২৩



কমলনগরে ক্লিনিকের তালা ভেঙে আইপিএস’র ব্যাটারি চুরি

গ্রামীণ কণ্ঠ
smart

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরে কমিউনিটি ক্লিনিকের দরজার তালা ভেঙে আইপিএস’র ব্যাটারি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কামরুল ইসলাম কমলনগর থানায় জিডি করেছেন।

এর আগে বুধবার (২৫ জানুয়ারি) রাতের কোন একসময় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া মাহফুজুর রহমান কমিউনিটি ক্লিনকে এ চুরির ঘটনা ঘটে।

ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কামরুল ইসলাম বলেন, রাতে তালা ভেঙ্গে ক্লিনিকে চোর ঢুকে আইপিএস’র ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। সকালে ক্লিনিকে গিয়ে দেখি মেঝেতে কাগজপত্র ও ওষুধ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, কে বা কারা ক্লিনিকের ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত চলছে।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর