• ঢাকা
  • শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৩
আপডেট : ১৭ জানুয়ারি, ২০২৩



জুনেই ঢাকায় আসছে আর্জেন্টিনা

গ্রামীণ কণ্ঠ

আগামী জুনে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা ফুটবল দলকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অবশেষে বাফুফে আর্জেন্টিনার সম্মতি পেয়েছে। জুনেই ম্যাচ খেলতে ঢাকায় আসবে বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
ঢাকায় এসে আর্জেন্টিনা কোন দেশের বিপক্ষে ম্যাচ খেলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বাফুফে সূত্রে জানা গেছে, আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে কয়েকটি দেশের নাম প্রস্তাব করবে। সেগুলো নিয়ে কাজ করবে বাফুফে।

জুনের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সম্পূর্ণভাবে তৈরি করতে জাতীয় ক্রীড়া পরিষদকে অনুরোধ করে চিঠি দিচ্ছে বাফুফে। মেসিদের আর্জেন্টিনা ঢাকা এলে এটাই হবে বিশ্বচ্যাম্পিয়ন কোনো দলের প্রথম বাংলাদেশ সফর।

এর আগে ২০১১ সালে আর্জেন্টিনা ঢাকায় ম্যাচ খেলে গেছে নাইজেরিয়ার বিপক্ষে। ওই প্রীতি ম্যাচে নাইজেরিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল মেসির দল।

তবে তখন আর্জেন্টিনা ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন ছিল না। এবার মেসিদের ঢাকায় আগমন অন্যরকম উৎসবের রং ছড়াবে, সেটি আন্দাজ করা যাচ্ছে বেশ।

আরও পড়ুন