• ঢাকা
  • মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৩
আপডেট : ৮ জানুয়ারি, ২০২৩



কুয়াশা

গ্রামীণ কণ্ঠ

কুয়াশা:মোফাজ্জল হোসেন

কুয়াশার তীব্রজালে,
সূর্যমামা হারিয়ে গেছে অন্তরালে।

থমকে গেছে জনজীবন,
অদৃশ্যমান সূর্যের কিরণ।

এই ঘোর কেটে যাক,
অনগ্রসর মানুষ মুক্তি পাক।

হয়তো অচিরেই কেটে যাবে,
যদিও কিছু আপন মানুষ হারিয়ে যাবে।

বেড়ে যাচ্ছে নিউমোনিয়া, সর্দি, কাশি,
সোনামণিরা হারিয়ে ফেলেছে অম্লান হাসি।

যদিও উচ্চবিত্ত উপভোগ করে,
তারা কি ক্ষতির ব্যাপারটা অনুভব করে???

জানি শীতকাল ফিরে পেয়েছে প্রাণ,
কিন্তু আমাদের কষ্ট হয় নিতে স্নান।

মধ্যাহ্নের আগেই নির্মূল হোক কুয়াশা,
এই মোদের প্রত্যাশা।

শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন