নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল করিমকে (৩২) মারধর করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের বর্তমান পরিষদ চেয়ারম্যান এটিএম কামাল উদ্দিনের অনুসারীদের বিরুদ্ধে।
শনিবার ( ৭ জানুয়ারি) বিকেলে আহত ছাত্রলীগ নেতা আব্দুল করিম হাসপাতালে সাংবাদিকদের তারপর হামলার ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
আব্দুল করিম জানান, দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। কখনো কারো ক্ষতি করিনি। দত্তপাড়া ইউনিয়ন ও দত্তপাড়া কলেজ ছাত্রলীগের শীর্ষ পর্যায়ে দায়িত্ব ছিলাম,আমার ধারা বিন্দুমাত্র মানুষের ক্ষতি হয়নি। গতকাল শুক্রবার (৬ জানুয়ারি) রাতে আমার ওপর ৩ দফায় হামলা হয়েছে। যারা হামলা করছে তারা সবাই আমার অনেক জুনিয়র। আমি এখন লজ্জায় মুখ দেখাতে পারি না এলাকায়।
হামলার কারণ জানতে চাইলে, করিম জানান কয়েকদিন আগে চেয়ারম্যান কামাল উদ্দিন উপজেলা থেকে (শীতবস্ত্র) কম্বল এনে পরিষদের রেখে দিয়েছে। এখন অনেক শীত পড়ে। চেয়ারম্যানকে বলছি ভাই কম্বল গুলো বিতরণ করেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে চেয়ারম্যানের অনুসারী ইব্রাহিম, রবিন, তারেক, আকাশ, ফারুক। আমাকে ৩ দফায় মারধর করছে।
অভিযুক্ত ইব্রাহিম জানান, আব্দুল করিম মানুষের টাকা ধার নিয়ে টাকা দেয় না। এ নিয়ে তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে। তার গায়ে কেউ একটি আঘাত ও করেনি। সেই এখন আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে।
জানতে চাইলে, দত্তপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এটিএম কামাল উদ্দিন জানান, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল করিম দত্তপাড়া বাজারে এক ঔষধ ফার্মেসি দোকানদারের কাছে থেকে ৩২ হাজার টাকা ধার নিয়ে টাকা দেয় না। ওই দোকানদার বহুবার আমাকে তার টাকা উদ্ধারের জন্য বলছে। শুক্রবার সন্ধ্যায় করিমের কাছে টাকা চাইলে করিম আমাকে ভাষায় গালমন্দ করে। পরে আমার লোকজন তাকে ধাওয়া করে। কেউ তাকে মারধর করেনি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তওহিদ জানান, এ বিষয়ে কেউ পুলিশকে জানাননি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :