নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরে জাল ফেলতেই উঠে এলো ৮ টি ইলিশ মাছ। প্রতিটি ইলিশ ৭-৮ ইঞ্চি আকারের। বুধবার (৪ জানুয়ারি) দুপুর দেড় টার দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নের দক্ষিণ চরমার্টিন গ্রামের মানিকগঞ্জ বাজার এলাকার একটি পুকুরে ইলিশগুলো পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, ব্যবসায়ী মাকসুদুর রহমান মানিক দুপুরে তার বাড়ির পুকুরে মাছ ধরতে জাল পেলেন। এতে ৮ টি জাটকা ইলিশ উঠে আসে। ইলিশগুলো ধরার পর দীর্ঘ সময় জীবিত ছিল। তাৎক্ষণিক মানিক তার ফেসবুক আইডিতে লাইভে এসে ইলিশের ভিডিও ছড়িয়ে দেন। মেঘনার অতিরিক্ত জোয়ারে নিম্নাঞ্চলে প্লাবিত হয়। পুকুরটি নদীর কাছেই অবস্থিত। ধারণা করা হচ্ছে অতিরিক্ত জোয়ারের সময় পুকুরটিতে ইলিশ ঢুকে পড়ে। পরবর্তীতে জোয়ারের পানি নেমে গেলেও ইলিশগুলো সেখানে আটকা পড়ে।
মাকসুদুর রহমান মানিক বলেন, ইলিশগুলো রান্নার জন্য নিয়ে গেছি। ধারণা করা হচ্ছে পুকুরে আরও রয়েছে। একেকটি ইলিশের ওজন প্রায় ২০০ গ্রাম।
কমলনগর উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছকে একাধিকবার মোবাইলফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। উপজেলা অফিসে যোগাযোগ করে জানতে হবে। তবে পুকুরটি যেহেতু নদীর কাছাকাছি। নদীতে অতিরিক্ত জোয়ারের সময় নিম্নাঞ্চল প্লাবিত হয়৷ তখন ওই পুকুরটিতে ইলিশ ঢুকে পড়ে। সেখান থেকেই হয়তো ইলিশগুলো পুকুরে আটকা পড়েছে। এছাড়া অন্যকোন ভাবে পুকুরে জীবিত ইলিশ আসা সম্ভব না।
আপনার মতামত লিখুন :